Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ এশিয়ায় সমৃদ্ধ জনপদ গড়ে তোলার ডাক প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২১ ২০:৫৭

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মুজিব চিরন্তন মঞ্চ থেকে দক্ষিণ এশিয়া অঞ্চলের মানুষকে ক্ষুধা-দারিদ্র্য থেকে মুক্তি দিয়ে উন্নত সমৃদ্ধ জনগোষ্ঠী হিসাবে গড়ে তোলার ডাক দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বললেন, আমরা সবাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে একে অপরের হাত ধরে যদি এগিয়ে যাই, তাহলে অবশ্যই এই অঞ্চলের মানুষকে ক্ষুধা-দারিদ্র্য থেকে মুক্তি দিয়ে উন্নত সমৃদ্ধ জনগোষ্ঠী হিসাবে গড়ে তুলতে সক্ষম হব।

সোমবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুজিব চিরন্তন প্রতিপাদ্যে ৬ষ্ঠ দিনের অনুষ্ঠানমালায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং নেপালের রাষ্ট্রপতি শ্রীমতী বিদ্যা দেবী ভান্ডারি সম্মানিত অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। প্রবন্ধ পাঠ করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বন্ধুরাষ্ট্র নেপালের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে স্বাধীনতার পর থেকে নেপাল-বাংলাদেশের মধ্যে চলমান ও ভবিষ্যৎ সম্পর্ক ও সহযোগিতা অব্যাহত রাখার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে বিবিআইএন চুক্তি সই করেছি। এর বাইরেও আমরা দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। ফলে আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলো পারস্পরিক সহযোগিতা করতে পারবে। এই সহযোগিতার কারণে আমাদের এই অঞ্চলের মানুষই লাভবান হবে।’

শেখ হাসিনা বলেন, ‘নেপালকে আমরা আমাদের সৈয়দপুর এয়ারপোর্ট ব্যবহারের অনুমতি দিয়েছি। এছাড়া মোংলা এবং চট্টগ্রাম পোর্ট ব্যবহার করারও সুযোগ দিয়েছি। এতে আমাদের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে। তাছাড়া ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে আমরা একে একে সেগুলোও দূর করে দিচ্ছি। বিশেষ করে দক্ষিণ এশিয়া অঞ্চল, সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়াসহ এই অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নের জন্যই যা যা করণীয় আমরা করব। ব্যবসা-বাণিজ্য, পর্যটন শিল্পের পথ সুগম হবে এবং এই অঞ্চলের সাধারণ মানুষ বেশি লাভবান হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে সরকার গঠন করার পর থেকে এই ১২ বছর আমরা একটানা সরকারে থাকার ফলে জাতির পিতার প্রদর্শিত পথে চলে বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর্থসামাজিক সূচকে আজকের বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এত অল্প সময়ের মধ্যে যে উন্নতি আমরা করতে পেরেছি, সেটাকে সবাই সাধুবাদ দিয়েছে।’

তিনি বলেন, ‘গত মাসে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। ঠিক একইসঙ্গে নেপালও উন্নয়নশীল দেশের চূড়ান্ত অনুমোদন পেয়েছে। ফলে আমি মনে করি, আমাদের দুই দেশের চলার পথ আরও সুগম হবে।’ নেপালের এই উন্নয়নের জন্য নেপালের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকার এবং জনগণকে বাংলাদেশের জনগণ ও ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘একথা অস্বীকার করার উপায় নাই যে, দক্ষিণ এশিয়ার বিশাল সংখ্যক মানুষ এখনও দরিদ্র্যসীমার নিচে বাস করে। বিপুল সংখ্যক মানুষ এখনও অর্ধাহার বা অনাহারে থাকে। অনেকে জীবন-ধারণের ন্যুন্যতম সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত। দক্ষিণ এশিয়ায় যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, সে সম্পদ যথাযথভাবে ব্যবহার করে এই অঞ্চলের মানুষের দারিদ্র্য দূর করা সম্ভব।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা এমন একটা অঞ্চলে বসবাস করি, যেখানে প্রতিনিয়ত আমাদের প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে হয়। তাছাড়া জলবায়ু পরিবর্তনে আমরা যদিও খুব দায়ী না কিন্তু এর অভিঘাত থেকে আমরা কিন্তু রক্ষা পাই না। আমাদের ওপর প্রতিনিয়ত আঘাত আসে। তাই আমরা মনে করি, প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা হিসাবে বিবেচিত দক্ষিণ এশিয়াকে আরও যত্মবান হতে হবে। হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশগুলো যেমন ভূমিকম্প, ক্লাইড ব্রাস্ট, বরফধ্বস, ভূমিধস, ফ্লাস ফ্লাড বা হরকা বান ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে।’

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে- প্রত্যয় ব্যক্ত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত, উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান বঙ্গবন্ধুকন্যা।

সারাবাংলা/এনআর/পিটিএম

টপ নিউজ দক্ষিণ এশিয়া প্রধানমন্ত্রী সমৃদ্ধ জনপদ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর