Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২১ ০৯:৩৩

যুক্তরাষ্ট্রের এক বন্দুকধারীর হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন। ওই বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে হামলার কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (২২ মার্চ) কলোরাডো অঙ্গরাজ্যের একটি গ্রোসারি মার্কেটে এই ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া তথ্যমতে, দুপুর আড়াইটার দিকে ওই গ্রোসারি স্টোরে প্রবেশ করেই গুলি চালাতে শুরু করে ওই ব্যক্তি। গুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এরমধ্যে পুলিশের এক কর্মকর্তাও রয়েছেন।

তাৎক্ষণিকভাবে হামলার ঘটনা ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচার করেন প্রত্যক্ষদর্শীরা। ২০ মিনিট পর খবর পায় পুলিশ। পরে তারা ওই এলাকায় চলাচলে নাগরিকদের সতর্ক করে বার্তা দেয়।

অঙ্গরাজ্যের গভর্নর জারেড পোলিস এক টুইটার বার্তায় বলেছেন, এই দুঃখের সময়ে আমাদের সহকর্মী কলোরাডানদের জন্য পার্থনা। এই ট্র্যাজেডি থেকে আমরা আরও শিখলাম।

দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনও এই বিষয়ে ব্রিফ করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

সারাবাংলা/এএম

১০ জনের প্রাণহানি প্রাণহানি বন্দুকধারী যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর