Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শৈলকুপায় ২টি গাছ নিয়ে রহস্য, দেখতে জনতার ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২১ ১১:৪৮

ঝিনাইদহ: জেলার শৈলকুপা উপজেলার হাতেমপুর শাহী মসজিদের পুকুরের ধারে দুইটি গাছ নিয়ে দীর্ঘদিন ধরেই পথিকদের মধ্যে রহস্যের জন্ম দিয়েছে। শতবর্ষী এ গাছ দুটিতে প্রতিবছর ফাল্গুনে নতুন পাতা বের হয় যা দেখতে লাল রঙের। চলার পথে সৌন্দর্য পিপাসু পথিকেরা এর সৌন্দর্য অবলোকন করেন। এই বিরল দৃশ্য দেখ থমকে দাঁড়ায়।

এ লাল রঙের পাতা পরে সবুজ রং ধারণ করে। দেখতে অনেকটা গাব গাছের ফুলের মত। প্রতি বছর ফুল আসে, কিন্তু কোনো ফল ধরতে দেখা যায় না। ফুলের সৌরভ ছাড়ায় বহুদুর পর্যন্ত। মৌ মৌ সুগন্ধিতে পুরো গ্রাম মাতোয়ারা হয়ে পড়ে। গাছের পাতা ও আকার-আকৃতি গাব গাছের মতো হলেও এটি মূলত অন্য প্রজাতির গাছ বলে মানুষ মনে করেন।

বিজ্ঞাপন

জনশ্রুতি আছে, মুঘল সম্রাট আকবরের গুরু হাতেম শাহ এই বিরল প্রজাতির গাছ দুটি ভারতবর্ষ থেকে এনে হাতেমপুর গ্রামে লাগিয়েছিলেন। এই মসজিদটিও প্রতিষ্ঠা করেছেন তিনি। গ্রামটির নামকরণও তার নামে করা হয়।

প্রখ্যাত ঐতিহাসিক সতিশ মিত্রের ‘যশোর খুলনার ইতিহাস’ বইয়েও এর বিবরণ পাওয়া যায়। তার মাজারটি মসজিদের পাশেই বিদ্যমান।

সারাবাংলা/এনএস

গাছ নিয়ে রহস্য হাতেমপুর শাহী মসজিদ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর