Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফতুল্লায় চাঁদমারী বস্তিতে আগুন, পুড়েছে ২৮টি দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২১ ১২:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লা থানার চাঁদমারী বস্তি এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে একটি রিকশার গ্যারেজসহ প্রায় ২৮টি দোকান ও ঘর পুড়ে গেছে। সোমবার (২২ মার্চ) রাত ১২টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া, ফতুল্লা ও হাজীগঞ্জ ১০টি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালনা আব্দুল্লাহ আল আরেফীন এই তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে উপ-পরিচালনা আব্দুল্লাহ আল আরেফীন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট বা মশার কয়েল থেকেই আগুনে সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে দ্রুত আগুন তা চারদিকে ছড়িয়ে পরে। এতে একটি রিকশার গ্যারেজসহ ২৮টি দোকান ও ঘর পুড়ে যায়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।

সারাবাংলা/এনএস

অগ্নিকাণ্ড চাঁদমারী বস্তিতে আগুন