Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মাস্ক পরলে মাস্ক ফ্রি’

সারাবাংলা ডেস্ক
২৩ মার্চ ২০২১ ১৬:১৬

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ মোকাবিলায় মাস্ক পরিহিত ব্যক্তিকে মাস্ক উপহার দিয়ে উৎসাহ দেওয়ার ব্যতিক্রমী কর্মসূচি শুরু করেছে চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ মার্চ) ডবলমুরিং থানার বিভিন্ন স্পটে ও যানবাহনে মাস্ক বিতরণ করেছে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা।

‘মাস্ক পরলে মাস্ক ফ্রি’- এ স্লোগান নিয়ে জনগণের মধ্যে করোনা মোকাবিলার সচেতনতা তৈরি করতে পুলিশ সদর দফতরের কর্মসূচির আওতায় এ কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

ওসি মহসীন সারাবাংলাকে বলেন, ‘ডবলমুরিং থানার ছয়টি বিটের ৬০টি স্পটে আমরা মাস্ক বিতরণ করেছি। যাদের মুখে মাস্ক দেখা গেছে, তাদের বিনামূল্যে আরও দুটি মাস্ক দেওয়া হয়েছে। আর যাদের মুখে মাস্ক ছিল না, তাদের একটি দেওয়া হয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে, ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা এবং তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।’

সারাবাংলা/আরডি/এমআই

মাস্ক পরলে মাস্ক ফ্রি


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর