২ ব্রোকারেজ হাউজকে সর্তক করল বিএসইসি
স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২১ ১৬:৪৬
২৩ মার্চ ২০২১ ১৬:৪৬
ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই ব্রোকারেজ হাউজকে সর্তক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্রোকারেজ হাউজ দুটি হলো জিএমএফ সিকিউরিটিজ লিমিটেড ও সালাম অ্যান্ড কোম্পানি লিমিটেড।
মঙ্গলবার (২৩ মার্চ) পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি থেকে ব্রোকারেজ হাউজ দুটিকে সর্তক করে ভবিষ্যতে সিকিউরিটি আইন যথাযথভাবে মেনে চলার জন্য কঠোরভাবে বলা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্র জানায়, সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা অমান্য করায় ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।
সারাবাংলা/জিএম/এমআই