Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষের পদত্যাগপত্র গ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২১ ১৬:৫৮

ঢাকা: ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্যের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। মঙ্গলবার (২৩ মার্চ) আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আক্তারের সই করা পরিপত্র থেকে এ তথ্য জানা গেছে।

পরিপত্রে বলা হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্যের পদত্যাগের তারিখ থেকে তার পদত্যাগ কার্যকর হবে।

এর আগে গত ২১ জানুয়ারি দেবাশীষ ভট্টাচার্য পদত্যাগ করেন। ওইদিন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সারাবাংলাকে দেবাশীষ ভট্টাচার্য বলেছিলেন, ‘আমি একান্তই নিজের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। এখানে অন্য কোনো বিষয় নেই। আমার পদত্যাগপত্র যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এটি এখন অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে যাবে।’

তবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সারাবাংলাকে বলেছিলেন, ‘পদত্যাগপত্রটি যথাযথ প্রক্রিয়ায় আসেনি। এ বিষয়ে আমি দেবাশীষ ভট্টাচার্যের সঙ্গে কথা বলব।’

এর আগে ২০১৯ সালের ২১ জুলাই দেবাশীষ ভট্টাচার্যসহ ৭০ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ দেয় সরকার।

সারাবাংলা/কেআইএফ/এমআই

গ্রহণ ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষের পদত্যাগপত্র

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর