Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোদিবিরোধী বিক্ষোভে ছাত্রলীগের হামলা, আহত ১১

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২১ ২৩:১৩

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধীতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় বেশ কয়েজন আহত হয়েছে। তাদের মধ্যে ১১ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে ওই হামলার ঘটনা ঘটে।

ছাত্রলীগের হামলায় আহতদের মধ্যে রয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা (৩২), সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার (৩৫), ইডেন কলেজ শাখার সাধারণ সম্পাদক শাহিনুর সুমি (২৪), একই সংগঠনের ঢাবি শাখার সাধারন সম্পাদক প্রগতি বর্মন তমা (২২)। এছাড়াও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু (২৩), জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের গবেষণা বিষয়ক সম্পাদক আসমানি আশা (১৮), ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মেঘ মল্লার বসু (২৪), বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সংগঠক জাবির আহমেদ জুবেল (২২), জান্নাতুল ফেরদৌস (২৪), ইমন (২৯) এবং অন্তু (২৪)।

এ ব্যাপারে হামলায় আহত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা জানান, মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্র জোটের কুশপুত্তলিকা দাহ এবং বিক্ষোভ কর্মসূচি ছিল। কর্মসূচি চলাকালে ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী লাঠিসোটা, ইটপাটকেল ও ভাঙা বেঞ্চ নিয়ে বিক্ষোভকারীদের ওপর দফায় দফায় হামলা চালায়। প্রথম দফায় হামলার পর কয়েকজন বিক্ষোভকারী ফের সেখানে দাঁড়ালে তখন আবার ছাত্রলীগ হামলা চালায়। এতে প্রগতিশীল ছাত্র জোটের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে হামলার ব্যাপারে ঢাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

সারাবাংলা/এসএসআর/একেএম

ছাত্রলীগের হামলা মোদিবিরোধী বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর