Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইয়ে বইয়ে নানামাত্রিক শেখ মুজিব

কবীর আলমগীর, জয়েন্ট নিউজ এডিটর
২৩ মার্চ ২০২১ ২৩:৫৮

ঢাকা: মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নতুন নতুন বইয়ের ঘ্রাণে মুখরিত বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ। স্বাভাবিক সময়ের দেড় মাস পর শুরু হওয়া এবারের বইমেলা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তাকে উৎসর্গ করা হয়েছে। তাই মেলার বিভিন্ন পয়েন্টে তার বিভিন্ন ছবি শোভা পাচ্ছে। অনেক স্টল ও প্যাভিলিয়নেও রয়েছে তার প্রতিচ্ছবি।

বাংলা একাডেমির তথ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, মেলার প্রথম ছয় দিনে মেলায় বঙ্গবন্ধুকে নিয়ে শতাধিক নতুন বই এসেছে। গল্প, কবিতা, উপন্যাস, গবেষণা সংশ্লিষ্ট এসব বইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে ধরার চেষ্টা করেছেন লেখকরা। প্রায় প্রতিটি স্টলেই বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

লেখক-প্রকাশক-পাঠকরা বলছেন, বঙ্গবন্ধুকে নিয়ে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। গল্প, উপন্যাস, কবিতা, গবেষণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উঠে আসছেন নানা মাত্রায়। এর পাশাপাশি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিয়েও গবেষণামূলক বই প্রকাশিত হচ্ছে।

মেলায় নেতুন-পুরনো বইয়ের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো— ‘সিক্রেট ডক্যুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ ১ম ও ২য় খণ্ড (হাক্কানী পাবলিশার্স); আবদুল গাফ্ফার চৌধুরীর ‘বঙ্গবন্ধু আজ যদি বেঁচে থাকতেন’ (আগামী); মোনায়েম সরকারের ‘বাংলাদেশ শেখ মুজিব থেকে শেখ হাসিনা’ (আগামী); হারুন-অর-রশিদের ‘৭ই মার্চের ভাষণ কেন বিশ্ব ঐতিহ্য সম্পদ’ (অন্যপ্রকাশ); শামসুজ্জামান খানের ‘লেখক বঙ্গবন্ধু ও অন্যান্য’ (কাকলী); আনিসুল হকের ‘বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা’ (পার্ল); সুব্রত বড়ুয়ার ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ (ঝিঙেফুল)।

বিজ্ঞাপন

এই তালিকায় আরও রয়েছে— মুস্তফা মনওয়ার সুজন মুনতাসীরের ‘বঙ্গবন্ধুর জীবন’ (অনন্যা); মঞ্জুরুল আলমের ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালির জন্ম ইতিহাস’; স্বপন কুমার দাসের ‘বঙ্গবন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’; রাহাত মিনহাজের ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড: কী চেয়েছিল ভুট্টোর পাকিস্তান’ (শ্রাবণ); মনি হায়দারের ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প’ (ঝিঙেফুল); রাবেয়া বসরী রাত্রির ‘বঙ্গবন্ধুর স্বপ্নের শিক্ষাব্যবস্থা এবং বর্তমান প্রেক্ষাপট’ (আজকাল); আলমগীর খোরশেদের ‘খোকা থেকে বঙ্গবন্ধু’ (দোয়েল); এ কে এম ইয়াকুব হোসাইনের ‘খোকা বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ (সিঁড়ি)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নানামাত্রায় উঠে এসেছেন বিভিন্ন লেখকের লেখায়। কবিতা, ছড়া, গবেষণায় তার শাসনকাল বিশ্লেষণ করেছেন গবেষকরা। বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— মিশরের লেখক ও গবেষক মোহসেন আল-আরিশি রচিত ‘শেখ হাসিনা: এ রূপকথা শুধু রূপকথা নয়’ (বাংলা একাডেমি); শেখ সাদীর ‘হাসুর আকাশে’ (কথাপ্রকাশ); মো. সামছুল হকের ‘মুজিব থেকে হাসিনা’ (পাতা প্রকাশনী); আসমা জামানের ‘জনগণ মননন্দিত নেত্রী শেখ হাসিনা’।

মঙ্গলবার বিকেলে বইমেলা প্রাঙ্গণে কথা হয় বঙ্গবন্ধুপ্রেমী পাঠক হাবিব মৃধার সঙ্গে। মিরপুর থেকে বই কিনতে এসেছিলেন তিনি। রাজধানীর একটি বিমা কোম্পানিতে তিনি কাজ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘আমার দেখা নয়াচীন’ বইটি কিনলেন। সঙ্গে কিনলেন এর ইংরেজি অনুবাদটিও।

হাবিব মৃধা সারাবাংলাকে বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমান একটি অনবদ্য নাম। তার নেতৃত্বে দেশ পেয়েছে লাল-সবুজের মানচিত্র। সুতরাং শেখ মুজিবকে জানতে হলে বইয়ের আশ্রয় নেওয়া ছাড়া উত্তম উপায় কী? তাই তাকে জানতে কিছু বই সংগ্রহ করছি।’

কাকলী প্রকাশনীর স্বত্বাধিকারী নাসির উদ্দিন সেলিম বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের দায়িত্ববোধের জায়গা। সেই দায়িত্ববোধ থেকেই তাকে নিয়ে কোনো বই প্রকাশ করতে পারলে আমরা আনন্দিত হই।’

এবার মেলায় ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শিরোনামে বই নিয়ে এসেছেন লেখক আশেক মাহমুদ। শিশু-কিশোরদের উপযোগী বইটি প্রকাশ করেছে বাংলানামা। লেখক বলেন, ‘বঙ্গবন্ধু ছোট-বড় সবার। তাই ছোটদের উপযোগী করে বঙ্গবন্ধুর বাংলাদেশ বইটি রচনা করা হয়েছে। ব্রিটিশ শাসন থেকে শুরু করে একদম স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত ইতিহাস আছে এখানে।’

রাজধানীর জিগাতলার বাসিন্দা শহিদুল আলমও বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যাকে নিয়ে লেখা বই কেনার পরিকল্পনা করেছেন। তিনি বলেন, ‘আমি বেশকিছু বইয়ের তালিকা করেছি। এর অধিকাংশ শেখ মুজিব ও শেখ হাসিনাকে নিয়ে লেখা। বইগুলো আমার মনের খোরাক মেটাবে বলে আশা করি।’

বঙ্গবন্ধুকে নিয়ে শত কবির কবিতা নিয়ে একটি বই করতে চাইছেন প্রভাস পাবলিকেশন্সের স্বত্বাধিকারী শাশ্বত মনির। তিনি সারাবাংলাকে বলেন, ‘বঙ্গবন্ধু একটি প্রেরণার নাম, বঙ্গবন্ধু উপলব্ধির নাম। আশা করি কবিরা বঙ্গবন্ধুকে নিয়ে তাদের উপলব্ধি বইয়ের অক্ষরে নিপুণভাবে ফুটিয়ে তুলতে পারবেন।’

উৎস প্রকাশনের প্রকাশক মোস্তফা সেলিম বলেন, ‘বর্তমান প্রজন্ম মুজিব প্রেমিক। এ বছর শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ হওয়া শেখ মুজিবের জীবন ও কর্ম নিয়ে প্রকাশকরা প্রচুর বই প্রকাশ করেছেন। এর মাধ্যমে নতুন প্রজন্ম অজানা শেখ মুজিবকে সহজেই জানতে পারবে।’

সারাবাংলা/টিআর

বইমেলা ২০২১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে নিয়ে বই শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর