Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন ৬১ শহীদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২১ ০৯:০৪

ঢাকা: দেশের আরও ৬১ জন শহীদ পেলেন বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি। গত রোববার (২১ মার্চ) এ সংক্রান্ত বেসামরিক গেজেট জারি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এর মধ্যে দিয়ে দেশে মোট মুক্তিযোদ্ধাদের সংখ্যা তিন হাজার ছাড়াল।

জানা যায়, জামুকার ৭০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বেসামরিক এই গেজেট জারি করায় এখন শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা হয়েছে তিন হাজার ২৯৫ জন।

পাশাপাশি কুষ্টিয়া জেলার ১০ জন মুক্তিযোদ্ধার ভুয়া সনদ বাতিল করা হয়। বেসামরিক এই গেজেট বাতিল করে আরেকটি গেজেট জারি করা হয়।

সারাবাংলা/জেআর/এনএস

৬১ শহীদ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর