দক্ষিণখানে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী খুন
স্টাফ করসেপন্ডেন্ট
২৪ মার্চ ২০২১ ১৪:০৪ | আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৪:২০
২৪ মার্চ ২০২১ ১৪:০৪ | আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৪:২০
ঢাকা: রাজধানীর দক্ষিণখান আইনুসবাগ এলাকায় আব্দুর রশিদ (৩৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের বিস্তারিত এখনো জানতে পারেনি পুলিশ।
বুধবার (২৪ মার্চ) সাড়ে ১১টার দিকে দক্ষিণখান আইনুসবাগ এলাকায় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানের বাসার সামনে ঘটনাটি ঘটে।
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, দক্ষিণখানের জাপানি হান্নানের বাসার সামনে আব্দুর রশিদ গুলিতে আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
কে বা কেন তাকে গুলি করেছে এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি। নিহত আব্দুর রশিদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা আছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম