Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে মাস্ক না পরায় ৩০ ব্যক্তিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২১ ১৫:৩৯

বরিশাল: করোনা সংক্রামণ প্রতিরোধে জনগণকে মাস্ক পরতে বাধ্য করতে বরিশালে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় ৩০ ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

পৃথক ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন এলাকার জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করেন এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

সম্প্রতি সময়ে করোনা সংক্রামণের হার বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সরকার। এ কারণে জনগণকে মাস্ক পরতে বাধ্য করতে বুধবার (২৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল নগরীতে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত নগরীর সদর রোড, কাকলীর মোড়, হেমায়েত উদ্দিন রোড এবং পোর্ট রোড এলাকায় অভিযান চালায়। এ সময় মাস্কবিহীন লোকজন থাকায় একটি প্রতিষ্ঠান ও মাস্কবিহীন ২২ জন ব্যক্তিকে তিন হাজার ৮০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেনের নেতৃত্বে আরেকটি ভ্রাম্যমাণ আদালত নগরীর রূপাতলী বাস টার্মিনাল ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় মাস্কবিহীন আট ব্যক্তিকে এক হাজার ৯০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সারাবাংলা/এনএস

অভিযান করোনাভাইরাস জরিমানা মাস্ক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর