Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ বছরে এশিয়ার পঞ্চম টাইগারে পরিণত হবে বাংলাদেশ: অর্থমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২১ ১৯:৫৯

ফাইল ছবি

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার আরও পাঁচ বছর ক্ষমতায় থাকলে অর্থনীতিতে এশিয়ার পঞ্চম টাইগারে পরিণত হবে বাংলাদেশ।’

বুধবার (২৪ মার্চ) অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘করোনায় সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আমারাও হয়েছি। তারপরেও বলবো, সারা বিশ্ব আমাদের নিয়ে যে মন্তব্য করে, এশিয়ার টাইগার আমরা হবই।’

অর্থমন্ত্রী বলেন, ‘গত ১০ বছর করোনা সংক্রমণ পরিস্থিতির আগ পর্যন্ত আমরা অসাধারণ গতিতে এগিয়েছি। ১৯৬০ সাল থেকে ১৯৯০ সাল, এরপর ৩০ বছর পর্যন্ত চারটি এশিয়ান টাইগার ধরা হয়। যারা ছয়, সাত, আট এ অনুপাতে জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন করেছে। আমরাও একই ধারাবাহিকতায় ছয়, সাত ও আটে চলে গেছি। আমরা যদি আর পাঁচ বছর থাকি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমরা এশিয়ার পঞ্চম টাইগার হিসেবে আসতে পারব।’

চলতি বাজেটে অপ্রদর্শিত আয় সব খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে, আগামী বাজেটেও এ সুযোগ দেওয়া হবে কি-না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘গত বছর বাজেটে যে সব জায়গাগুলো সুযোগ সুবিধা ছিল, তা থাকবে কি-না সেটা এ মুহূর্তে বলা যাবে না। বলা সম্ভবও হবে না। এজন্য আগামী বাজেট যেদিন সংসদে উপস্থাপন করা হবে সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

গত ৫০ বছরে বাংলাদেশের অর্জন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক ও সামাজিক সূচকের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের অর্জন অনেক ভালো। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন আমার জানার আগ্রহ ছিল পৃথিবীর সব দেশের অবস্থান সম্পর্কে। কারণ তখন বাংলাদেশের অবস্থান ছিল ৮০ নম্বরে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিশেষজ্ঞরা বিভিন্ন দেশ নিয়ে পর্যালোচনা করেন, তারা উপরের দিক থেকে ৫০টি দেশকে বিবেচনা করে। আমরা শীর্ষ ৫০ দেশের মধ্যে না থাকায়, আমরা কখনো জনসম্মুখে আসতে পারিনি। বর্তমানে আমরা অর্থনীতে ৪১ নম্বরে রয়েছি।’

‘আমরা ইতোমধ্যে গ্রাজুয়েশন করেছি। ফলে এখন কেউ আমাদের হতদরিদ্র দেশ হিসেবে আখ্যায়িত করে না। আমাদের নিয়ে এখন আর কেউ নেগেটিভ মন্তব্য করে না,- বলেও তিনি মন্তব্য করেন অর্থমন্ত্রী।

সারাবাংলা/জিএস/এমআই

অর্থমন্ত্রী টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর