Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে মা-ছেলে হত্যা মামলার প্রতিবেদন ২৮ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২১ ২০:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর বনানীর কড়াইল এলাকা থেকে হাসি আক্তার (২২) ও তার ছেলে নীরবের (৬) লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২৮ এপ্রিল ধার্য করেছেন আদালত।

বুধবার (২৪ মার্চ) মামলার এজাহার আদালতে আসে। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী মামলার এজাহার গ্রহণ করে বনানী থানার এসআই শাহ সিরাজ উদ্দিনকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

পুলিশ জানায়, হাসি তার একমাত্র সন্তানকে নিয়ে স্বামী রফিকুল ইসলামের সঙ্গে কুমিল্লা বড়ুরা এলাকায় থাকতেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে সন্তানকে নিয়ে হাসি তার বাবার বাসা বনানী কড়াইল বস্তিতে আসেন। রাতের কোনো একসময় হাসির স্বামী তাদের দুজনকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পেছনে ঝিলে ফেলে রাখে।

বিজ্ঞাপন

এ ঘটনায় হাসির বাবা মো. হাতেম রুবেলকে আসামি করে বনানী থানায় মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/এসএসএ

বনানী মা-ছেলে হত্যা