Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমিককে খুন: প্রেমিকাসহ ৫ জনের মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২১ ২০:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকার ধামরাইয়ে অবৈধ সম্পর্কের জেরে কথিত প্রেমিক সোহেলকে খুনের মামলায় প্রেমিকা শিল্পী আক্তারসহ পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ মার্চ) ঢাকার ২য় অতিরিক্ত দায়রা জজ ইসমত জাহান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত অপর আসামিরা হলেন- ঈসমাইল, আব্দুল মজিদ, নুর আলম এবং সুমন। আসামিদের মধ্যে নুর আলম এবং সুমন পলাতক রয়েছে। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা ইস্যু করেছেন।

জানা যায়, আসামি শিল্পীর স্বামী সৌদি আরবে থাকতো। সে সুযোগে শিল্পীর সঙ্গে সোহেলের অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অন্যান্য আসামিরাও শিল্পীকে পছন্দ করতো। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর শিল্পী সোহেলকে বাড়িতে ডেকে আনে। এপর তারা সবাই মিলে সোহেলকে খুন করে।

বিজ্ঞাপন

ওই ঘটনায় সোহেলের ভাই রকিবুল ইসলাম ধামরাই থানায় মামলাটি দায়ের করেন। মামলাটিতে ১৭ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য নিয়েছে আদালত।

সারাবাংলা/এআই/পিটিএম

প্রেমিক খুন প্রেমিকা মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর