Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসদাচরণের দায়ে দুই বছর বেতন বাড়বে না ২ কর্মচারীর

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২১ ২০:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অসদাচরণের দায়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই কর্মচারীকে বরখাস্ত করে দেওয়া শাস্তি কমিয়ে দুই বছর বার্ষিক ইনক্রিমেন্ট না দেওয়ায় সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

দুই বছর বার্ষিক বেতন বৃদ্ধি না হওয়ার মাধ্যমে গুরুদণ্ড থেকে চাকরি ফিরিয়ে দিয়ে লঘুদণ্ড দিয়ে তাদের আবেদনটি নিষ্পত্তি করা হয়েছে। দণ্ড পাওয়া দুই কর্মচারী (এমএলএসএস) হলেন, মো. কামাল হোসেন এবং সুমন সিংহ।

বুধবার (২৪ মার্চ) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রারের সই করা আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগীয় মামলায় এমএলএসএস মো. কামাল হোসেন এবং সুমন সিংহের বিরুদ্ধে করা তদন্তে অসদাচারণের অভিযোগ প্রমাণিত হয়। অভিযোগের পর তাদেরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
তবে হাইকোর্ট বিভাগের ওই দুই কর্মচারী প্রশাসনের বহিস্কারাদেশের বিরুদ্ধে আপিল আবেদন করেন। সেই আপিলের শুনানি নিয়ে ওই দুই কর্মচারীকে লঘুদণ্ড প্রদানের আদেশ দেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরবর্তীতে ওই দুই কর্মচারীকে দেওয়া লঘুদণ্ডের আদেশ গ্রহণ করে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয় এবং ভবিষ্যতের জন্য তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

দুই কর্মচারীর লঘুদণ্ড সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর