Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ‘সোয়াত জাহাজ প্রতিরোধ দিবস’ উদযাপন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২১ ২১:৪০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে সোয়াত জাহাজ প্রতিরোধ দিবস উদযাপন করা হয়েছে। একাত্তরের ২৪ মার্চ নিরস্ত্র বাঙালির ওপর আক্রমণের জন্য পশ্চিম পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে আসা জাহাজ থেকে অস্ত্র-গোলাবারুদ খালাস প্রতিরোধ করেছিল জনতা।

দিনটির ৫০ বছর পূর্তিতে বুধবার (২৪ মার্চ) নগরীর নিউমুরিং এমপিবি গেইটে একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে ‘সোয়াত জাহাজ প্রতিরোধ দিবস উদযাপন পরিষদ’। সভায় সোয়াত জাহাজ প্রতিরোধের ইতিহাস ভবিষ্যত প্রজন্মকে জানাতে বন্দরের ১৭ নম্বর জেটিঘাট এলাকায় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সভায় নগর আওয়ামী সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘সোয়াত জাহাজ অস্ত্র খালাস প্রতিরোধ করতে সেদিন আওয়ামী লীগের নেতৃত্বে লাখো বাঙালি জেটিঘাট থেকে সড়কে ব্যারিকেড দেয়। প্রতিরোধকারী অনেক নিরস্ত্র মানুষ সেদিন পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে নিহত হন। অস্ত্র খালাস করতে যাওয়ার সময় জিয়াউর রহমান ও তার বাহিনী আগ্রাবাদ এলাকায় জনরোষের মুখে পড়ে। এই সোয়াত জাহাজ প্রতিরোধে সফলতার মধ্য দিয়ে সেদিন রচিত হয়েছিল অনন্য এক বিজয়, যা পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জনে প্রেরণা জোগায়।’

এসময় সোয়াত জাহাজ প্রতিরোধ স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন নাছির।

সোয়াত জাহাজ প্রতিরোধ দিবস উদযাপন পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা এস এম আবু তাহেরের সঞ্চালনায় সভায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উপদেষ্টা শফর আলী, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, প্রকৌশলী কামরুল হাসান বুলু বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসএসএ

চট্টগ্রাম সোয়াত জাহাজ প্রতিরোধ দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর