মিয়ানমারে ৬ শতাধিক গণতন্ত্রপন্থির কারামুক্তি
২৫ মার্চ ২০২১ ১১:২৩
মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ থেকে গ্রেফতার হওয়া ছয় শতাধিক গণতন্ত্রপন্থিকে মুক্তি দিয়েছে ক্ষমতাসীন জান্তা প্রশাসন। খবর রয়টার্স।
বুধবার (২৪ মার্চ) দেশটির বৃহত্তম শহর এবং বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের একটি কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সকালে কয়েকশ কারাবন্দি গণতন্ত্রপন্থিকে বেশ কয়েকটি বাসে করে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে নিয়ে যাওয়া হয়। তাদের অধিকাংশই বয়সে তরুণ।
এ ব্যাপারে মিয়ানমারের সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, মোট ৬২৮ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
কারাগার থেকে বের হওয়া প্রায় ১৫টি বাস দেখেছেন জানিয়ে একজন আইনজীবী বলেন বার্তাসংস্থা রয়টার্সকে জানান, যাদেরকে মুক্তি দেওয়া হয়েছে তারা সবাই হয় প্রতিবাদে অংশ নেওয়ায় গ্রেফতার হয়েছিলেন অথবা নৈশকালীন সামরিক অভিযান কিংবা শুধু কেনাকাটা করতে বের হয়ে আটক হয়েছিলেন।
এদিকে, ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের অন্তত দুই হাজার লোককে গ্রেফতার করা হয়েছে বলে মানবাধিকার আন্দোলনকারী গোষ্ঠী অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে।
সারাবাংলা/একেএম