নারায়ণগঞ্জ: সোনারগাঁও উপজেলার বৈদ্দেরবাজার ইউনিয়নের খংশারদী এলাকায় অজ্ঞাত যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে সেতুর নিচ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সারাবাংলাকে জানান, সকালে সেতুর নিচে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, মৃতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।