Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টোকিও-হ্যানয়ে গণহত্যা দিবস পালন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২১ ১৮:২৫

ঢাকা: জাপানের টোকিও এবং ভিয়েতনামের হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বৃহস্পতিবার (২৫ মার্চ) যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে ‘গণহত্যা দিবস’ পালন করেছে। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর জঘন্যতম ও নৃশংসতম হত্যাযজ্ঞ স্মরণে এই আয়োজন করা হয়।

জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ মিশন জানিয়েছে, দিবসটি উপলক্ষ্যে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে দিবসের কার্যক্রম শুরু হয় কালো ব্যাচ ধারণ করে মুক্তিযুদ্ধে সকল শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্য, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও অব্যাহত অগ্রগতি কামনা করে দোয়া করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া দিবসটি স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ বিশ্ব ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। বাঙালি জাতিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী সেদিন যে পৈশাচিক নির্যাতন চালিয়েছিলো তা বিশ্বের ইতিহাসে বিরল। কিন্তু তারা বাংলার মুক্তিকামী মানুষকে দমিয়ে রাখতে পারে নাই। বীর বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় ছিনিয়ে আনে।’

রাষ্ট্রদূত আরও বলেন, ‘অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা নিজস্ব স্বাধীনতা ও জাতীয় পরিচয় পেয়েছি। আমাদের এই স্বাধীনতার মুল্য আরও বেশি করে অনুধাবন করতে হবে আর সেজন্য ১৯৭১ সালের গণহত্যা ও মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বেশি গবেষণা করতে হবে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে ও বিশ্বের কাছে গণহত্যার বিষয়টি তুলে ধরতে হবে। ভবিষ্যতে পৃথিবীর অন্য কোনো প্রান্তে গণহত্যা সংগঠিত হতে না পারে সে লক্ষ্যে বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করবে।’

বিজ্ঞাপন

ভিয়েতনামের হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দিনটি স্মরণ করে বিশেষ প্রার্থনা, এক মিনিট নীরবতা পালন করে শোক প্রকাশ, রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর বাণী ও বিশেষ আলোচনা সভা এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

রাষ্ট্রদূত সামিনা নাজ বলেন, ‘কালোরাত্রি ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে জাতিসংঘের মাধ্যমে আর্ন্তজাতিক স্বীকৃতি লাভের জন্য বাংলাদেশ পদক্ষেপ নিয়েছে। সব বাধা পেরিয়ে মুক্তিযুদ্ধের মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ আজ এগিয়ে চলেছে উন্নতি আর সমৃদ্ধির পথে।’

সারাবাংলা/জেআইএল/এমও

গণহত্যা দিবস টোকিও বাংলাদেশ দূতাবাস হ্যানয়

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর