Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে পুড়িয়ে হত্যা; স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২১ ১৯:৫৬

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বিহারী পল্লীতে ২০০৫ সালের ২০ ফেব্রুয়ারি প্রথম স্ত্রী ফারজানাকে শরীরে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার মামলায় স্বামী ইসলাম সৃষ্টিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ মার্চ) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মাকসুদা পারভীন এ রায় দেন। পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে। এই মামলার অপর তিন আসামি বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন আদালত।

বিজ্ঞাপন

জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০০৫ সালের ২০ ফেব্রুয়ারি প্রথম স্ত্রী ফারজানাকে শরীরে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ফারজানার বাবা রেজা বাদী হয়ে এই মামলা করেন।

মোহাম্মদপুর থানার তৎকালীন উপপরিদর্শক শিহাব উদ্দিন ২০০৫ সালের ২৮ জুন এই মামলায় চার্জশিট দাখিল করেন। ২০১৪ সালের ২ এপ্রিল দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগে চার্জ গঠনের মাধ্যমে তাদের বিচার শুরু হয়। গত ১৪ ফেব্রুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে এই মামলার বিচার শেষ হয়।

সারাবাংলা/এআই/একে

স্ত্রীকে হত্যা

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর