Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস-মাইক্রোবাস-লেগুনার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২১ ১৫:১৯ | আপডেট: ২৬ মার্চ ২০২১ ১৫:৪৯

রাজশাহী: রাজশাহীর কাটাখালী থানা মোড় এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার (২৬ মার্চ) দুপুর একটা ৪৫ মিনিটে রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস দুর্ঘটনার তথ্য সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি রংপুর থেকে রাজশাহী আসছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা অন্য একটি লেগুনাকে ধাক্কা দিলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে গাড়ির ভেতরেই অনেকের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলেই ১১ জন ও হাসপাতালে নেওয়ার পর ৬ জন মারা গেছেন।

সারাবাংলা/এনএস

নিহত রাজশাহী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

কারিতাসে কাজের সুযোগ
২৮ জুলাই ২০২৫ ১১:২৩

আরো

সম্পর্কিত খবর