Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংঘর্ষের ঘটনায় নুর বাদে ৫১ নেতাকর্মীর নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২১ ১৫:৪২

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর উপলক্ষে মতিঝিল এলাকায় যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে মোট ৫১ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) সকালে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু কুমার এই মামলাটি করেন বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া। এর আগে বৃহস্পতিবার (২৫ মার্চ) সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি বলেন, ৫১ জনের নামে মামলা হলেও আটক হওয়া ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। বাকী ১৯ জনকে অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, মামলার এজাহারে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নাম নেই। কেন নেই তা তিনি বলতে পারেননি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের দল যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মোট ৩৩ জনকে আটক করা হয়েছিল। এদের মধ্যে ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলামকে আটক করা হলেও বিকেলে ছেড়ে দেয় পুলিশ।

সারাবাংলা/ইউজে/এসএসএ

নুর যুব অধিকার পরিষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর