‘বঙ্গবন্ধুই স্বাধীনতার একমাত্র ঘোষক, অন্যরা পাঠক’
২৬ মার্চ ২০২১ ১৭:১৩
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধুই আমাদের স্বাধীনতার একমাত্র ঘোষক, অন্যরা পাঠক। তারা বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণার পত্রপাঠ করেছে। পাঠক কখনও ঘোষক হতে পারেন না।
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার (২৬ মার্চ) দুপুরে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় এই আয়োজন করা হয়।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘আমাদের স্বাধীনতার প্রতীক বঙ্গবন্ধু। তিনিই আমাদের স্বাধীনতার ঘোষক। বঙ্গবন্ধু ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দেন। আমরা বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। ৭ মার্চের ভাষণকে অস্বীকার করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা। বঙ্গবন্ধু শুধু বাঙালির না। উনি সারা বিশ্বের নেতা।’
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বলেন, ‘রূপগঞ্জে ২০০৪ সাল থেকে আমরা বহু মিটিং করেছি। মিটিংয়ে এত নারী আমরা দেখি নাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী সমাজ রাজনীতিতে এগিয়ে আসছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় তখন তারা মাঠে ছিলো না। মাঠে ছিলাম আমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমাদের সংগঠন আগে। এই সংগঠনের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি। সংগঠনকে মূল্যায়ন করে বলে আজ আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। সবাই আমাদের সংগঠনকে ভালোবাসবেন। মুক্তিযোদ্ধাদের কথা মনে রাখবেন। চেয়ারম্যান যারা আছেন তারাও সংগঠনকে মূল্যায়ন করবেন।’
মন্ত্রী আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা একসঙ্গে পালন করতে পারছি। এটা আমাদের সৌভাগ্য।’
স্বাধীনতার ইতিহাস যেমন গৌরবের তেমনি বেদনার: পাটমন্ত্রী
বঙ্গবন্ধুর ভাষণ বাজানো শুনলেই বিএনপি হামলা-মামলা করেছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শুধু তাই নয়, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে দেয় নাই। বঙ্গবন্ধুকে হত্যার পর বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি মুক্তিযোদ্ধাদের নাম শুলে মামলা-হামলা করেছে। ১৯৯৬ সালে জাতির পিতার কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলে মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর কন্যা সব মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করেছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপ্ত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।’
সভায় সভাপতিত্ব করেন- রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান ভুঁইয়া। এসময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুবমহিলা লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুল আজিজ। পরে অতিথিরা মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
সারাবাংলা/এমও
গোলাম দস্তগীর গাজী বঙ্গবন্ধুর ভাষণ বস্ত্র ও পাটমন্ত্রী স্বাধীনতার ঘোষক