Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বেনাপোলে বিজিবি-বিএসএফ মিলন মেলা

লোকাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২১ ১৯:৫৬

বেনাপোল: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে দু’দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিজিবি ও বিএসএফ সদস্যরা যৌথ প্যারেডে অংশ নেন।

শুক্রবার (২৬ মার্চ) বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নোমান্সল্যান্ডে বিজিবি ও বিএসএফের বিপুলসংখ্যক সদস্য ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। দীর্ঘ ১ বছর পর এই প্রথম বিজিবি ও বিএসএফ’র যৌথ প্যারেড হয়।

এসময় দুই বাহিনীর সদস্যরা পরস্পর মিষ্টি বিতরণ ও ফুল দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিজিবির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন ভুইয়া, বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আজিজুর রহমান।

বিজ্ঞাপন

এছাড়া বিএসএফে’র পক্ষে উপস্থিত ছিলেন- ১৭৯ বিএসএফ’র কমান্ডিং অফিসার অরুণ কুমার সিংহ, ও কর্নেল অনিল কুমার ও কর্নেল সুরেন্দ্র সিং।

সারাবাংলা/এমও

বিএসএফ বিজিবি বিজিবি-বিএসএফ বেনাপোল মিলন মেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর