সাতক্ষীরা ও গোপালগঞ্জের পথে নরেন্দ্র মোদি
সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২১ ১০:০১ | আপডেট: ২৭ মার্চ ২০২১ ১০:০৪
২৭ মার্চ ২০২১ ১০:০১ | আপডেট: ২৭ মার্চ ২০২১ ১০:০৪
ঢাকা: বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে ঢাকা থেকে গোপালগঞ্জ ও সাতক্ষীরার পথে রওয়ানা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (২৭ মার্চ) প্রথমে যাচ্ছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের যশোরেশ্বরী কালিমন্দিরে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে নরেন্দ্র মোদি পরে যাবেন গোপালগঞ্জের কাশিয়ানীতে।
১৮১১ সালে গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দিতে জন্ম নেন সম্প্রদায়টির প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর। বিশ্বের কয়েক কোটি মতুয়া আদর্শের অনুসারীদের এই তীর্থভূমিতে পা রাখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগমনকে কেন্দ্র করে সব জায়গায় উৎসবের আমেজ।
এরপর মতুয়া সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
সারাবাংলা/একে