যশোরেশ্বরী কালী মন্দিরে মোদির পূজা
২৭ মার্চ ২০২১ ১১:১৯ | আপডেট: ২৭ মার্চ ২০২১ ১২:৩১
সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের প্রায় আটশ বছরের পুরনো যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিয়েছেন বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দিরে তাকে মন্ত্রপাঠ করান পুরোহিত দিলীপ কুমার মুখার্জি।
শনিবার (২৭ মার্চ) বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন সকালে এটি ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম কর্মসূচি। এতে যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দেওয়ার পর তিনি প্রার্থনা করেন এবং মন্দিরের প্রতিমা ও গর্ভগৃহও প্রদক্ষিণ করেন।
এদিন সকালে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা থেকে রওনা দেন নরেন্দ্র মোদি। সকাল ১০টার দিকে তিনে শ্যামনগরের এ সোবাহান মাধ্যমিক বিদ্যালয় মাঠের হেলিপ্যাডে নামেন। সেখান পৌঁছান ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালী মন্দিরে।
মন্দিরের সেবাইত পরিবারের পক্ষ থেকে কৃষ্ণা মুখার্জি ও জয়ন্ত চট্টোপাধ্যায় তাকে প্রথমে ফুল দিয়ে বরণ করে নেন। এরপরই সনাতন ধর্মাবলম্বী নারীরা তাকে পুষ্প বৃষ্টি, উলুধ্বনি, শঙ্খধ্বনি ও কাঁসর বাজনার মধ্য দিয়ে তাকে স্বাগত জানান।
নরেন্দ্র মোদি সবার সঙ্গে কুশল বিনিময় শেষে মন্দিরে প্রবেশ করেন। সেখানে তিনি শক্তিপীঠে পূজা দেন। মন্দির থেকে বেরিয়ে কিছুক্ষণ বিশ্রামাগারে কাটানোর পর মোদি ভারতীয় গণমাধ্যমের সাথে কথা বলেন। পরে তিনি মন্দির ঘুরে দেখেন। এরপর নরেন্দ্র মোদি আবারও সবার সঙ্গে কুশল বিনিময় করে সকাল ১০টা ৩৫ মিনিটে বিদায় নেন।
শ্যামনগর থেকে নরেন্দ্র মোদির গন্তব্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তাকে স্বাগত জানাবেন। পরে তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওড়াকান্দি মন্দির পরিদর্শন করবেন।
গোপালগঞ্জ থেকে ঢাকা ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে নরেন্দ্র মোদির। এরপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সন্ধ্যায় দেশের পথে রওনা দেওয়ার কথা রয়েছে তার।
ছবি: নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্টের ভিডিও থেকে নেওয়া
সারাবাংলা/টিআর
টপ নিউজ নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদির পূজা যশোরেশ্বরী কালী মন্দির সাতক্ষীরার শ্যামনগর