Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাসানী অনুসারী পরিষদের সমাবেশ থেকে আটক ৪

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২১ ১৩:৫৪

ঢাকা: রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের সমাবেশ থেকে চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ মার্চ) দুপুরে তাদের আটক করা হয়।

সকাল থেকে প্রেস ক্লাব এলাকায় প্রতিবাদ সমাবেশ ছিল ভাসানী অনুসারী পরিষদের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদ ও প্রতিরোধ চলাকালে পাঁচজনকে হত্যার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর।

ডা. জাফরউল্লাহর বক্তব্য শেষ হওয়ার পরপরই সমাবেশস্থলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ডা. জাফরউল্লাহ প্রেস ক্লাবে ঢোকার পর পুলিশ চারজনকে আটক করে। এর আগে বিক্ষোভকারীরা সমাবেশ স্থলে বালু, ছোট ছোট ইট মরিচের ‍গুঁড়ো জমা করে। পুলিশ বিষয়টি আঁচ করতে পেরে তাদের অতিরিক্ত সদস্য মোতায়েন করে।

এর আগে ডা. জাফরউল্লাহ বলেন, ‘হেফাজত ইসলাম আগামীকাল হরতালের ডাক দিয়েছে। এই হরতালে সমর্থন করা উচিৎ।’

তিনি বলেন, ‘যখন সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে সেখানে আমি একটু অশনি সংকেত দেখতে পাই। যেমন ১৯৭৫ সালের ১ জানুয়ারি সিরাজ শিকদার বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ওইদিন সিরাজ শিকদার বঙ্গবন্ধুকে বলেছিলেন, আপনি যে কার্যক্রম করছেন তাতে আপনি আগামী ১৬ ডিসেম্বর উদযাপন করতে পারবেন না। এরপর সিরাজ শিকদার নিহত হন।’

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ডা. জাফরউল্লাহ বলেন, ‘আপনার বাবাও ১৫ আগস্ট নিহত হন। ওইদিন আমাদের অশ্রু ঝরেছিল। আমরা আবার সেদিনের মতো আর অশ্রু ঝরাতে চাই না।’

জাফরউল্লাহ বলেন, ‘সাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়েছে। তা আপনার লোকেরা করেছে। আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, আপনার ছোট বোন শেখ রেহানার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রেহানাকে আপনি ভারতের সিল লাগিয়ে দিয়েছেন।’

তিনি বলেন, ‘হেফাজতের কর্মসূচিতে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা পরিকল্পিত। এরা শহীদের মর্যাদা পাবেন। সেদিন হাশরের মাঠে আপনি কী জবাব দেবেন?’

সমাবেশ থেকে ৩ দফা দাবি উপস্থাপন করেন জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘যারা নিহত হয়েছে তাদের বিষয়ে তদন্ত করতে হবে, নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে, প্রগতিশীল ছাত্র সংগঠনের ওপর হামলার তদন্ত করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’

সমাবেশে বক্তব্য রাখেন ওয়াকার্স পার্টির সাইফুল হক, মুক্তিযোদ্ধা সাদেক খান, দিলারা বেগম ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

সারাবাংলা/এএইচএইচ/একে

জাতীয় প্রেস ক্লাব টপ নিউজ ভাসানী অনুসারী সমাবেশ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর