আগুনে পুড়লো কৃষকের বাড়ি, তালাবদ্ধ ঘরে ঘুমন্ত শিশুর মৃত্যু
২৭ মার্চ ২০২১ ১৬:৩২
বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের পীরগাছা সাবেকপাড়া গ্রামে এক কৃষকের বাড়িতে আগুন লেগে তিনটি ঘর পুড়ে গেছে। এর মধ্যে তালাবদ্ধ একটি ঘরে ঘুমে থাকা পাঁচ বছর বয়সী এক শিশু মারা গেছে।
শনিবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে ওই ঘরে আগুন লাগে। নিহত শিশুর নাম রাফি।
গাবতলী ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ সবুজ হোসেন জানান, গাবতলীর পীরগাছা সাবেকপাড়া গ্রামের আব্দুল হালিম সকালে কাজ করতে মাঠে চলে যান। তার স্ত্রী রেবেনা বেগম ও পাঁচ বছরের সন্তান রাফি ঘরে ঘুমাচ্ছিলেন। আব্দুল হালিম বের হওয়ার সময় ঘরে তালা দিয়ে যান। এর মধ্যে সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লেগে যায়।
মুহূর্তের মধ্যে বাড়ির তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘরগুলোর আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। এর মধ্যেই একটি ঘরে তালাবদ্ধ শিশু রাফি আগুনে পুড়ে মারা যায়।
খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে এবং রাফির লাশ উদ্ধার করে।
সারাবাংলা/টিআর