সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই: শিল্পমন্ত্রী
২৭ মার্চ ২০২১ ১৭:৩৬
নরসিংদী: শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে একাত্তরের পরাজিতরা এবং জঙ্গিবাদের সহযোগিরা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। রাজনীতি এবং ষড়যন্ত্র একসঙ্গে চলে। তাই সবাইকে সচেতন হয়ে রাজনীতি করতে হবে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই।
শনিবার (২৭ মার্চ) দুপুরে নরসিংদী মুসলেহ উদ্দিন ভুইঁয়া স্টেডিয়ামে মেলা ও বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে এই আয়োজন করা হয়।
বিএনপি-জামায়াত সব সময় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে। পাশাপাশি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। কোনো ষড়যন্ত্র শেখ হাসিনাকে রুখতে পারবে না।’
জেলা প্রশাসক ও মেলা কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযোদ্ধা সভাপতি আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী চেম্বার অব কর্মাসের সভাপতি আলী হোসেন শিশিরসহ জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।
সারাবাংলা/এমও