পাড়ায়-পাড়ায় হেফাজতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান যুবলীগের
২৭ মার্চ ২০২১ ১৮:২০
চট্টগ্রাম ব্যুরো: হাটহাজারীসহ দেশের বিভিন্নস্থানে হেফাজতে ইসলামের তাণ্ডবসহ মৌলবাদি সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর যুবলীগ। সমাবেশে যুবলীগ নেতারা পাড়ায়-পাড়ায় মৌলবাদি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২৭ মার্চ) সকালে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ের নিচে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দীন বাচ্চু।
সমাবেশে যুবলীগ নেতারা বলেন, ‘ধর্মান্ধ-মৌলবাদিরা একেকসময় একেকটি ইস্যু নিয়ে দেশে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে। কখনো মুক্তিযুদ্ধ, কখনো বঙ্গবন্ধু, কখনো বাঙালির কৃষ্টি-সংস্কৃতি-প্রগতিকে টার্গেট করে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। নৈরাজ্য সৃষ্টি করে তারা দেশের অগ্রগতি রুখে দিতে চায়। কিন্তু তাদের পরিকল্পনা কখনোই বাস্তবায়িত হবে না। যারা বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে চায়, তাদের অশুভ কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। দেশের প্রতিটি জেলা-উপজেলায়, পাড়ায়-পাড়ায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’
যুবলীগের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- সংগঠনের নগর কমিটির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার ও মাহবুবুল হক সুমন এবং সদস্য আনোয়ার হোসেন আজাদ, বেলায়েত হোসেন বেলাল, মাহাবুব আলম আজাদ, নেছার আহমদ, আবু সাঈদ জন, নুরুল আনোয়ার, সালেহ আহমদ দীঘল, প্রবীর দাশ তপু, খোকন চন্দ্র তাঁতী, শেখ নাছির আহমেদ, নাজমুল আহসান সাইফুল, সনত বড়ুয়া।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘোরে।
সারাবাংলা/আরডি/এমও