Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাটহাজারি-ব্রাহ্মণবাড়িয়ায় নিহতের ঘটনায় তদন্ত দাবি ছাত্র ইউনিয়নের

সারাবাংলা ডেস্ক
২৭ মার্চ ২০২১ ২০:৪৫

ঢাকা: স্বাধীনতার পঞ্চাশ বছরে ঢাকায় গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদের বিরুদ্ধে সারাদেশে সরকারি গুণ্ডাবাহিনী ও পুলিশের লাগাতার দমন-পীড়নের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এসময় অবিলম্বে হাটহাজারি ও ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ও সাধারণ মানুষ নিহতের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৭ মার্চ) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজউল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন। স্বাধীনতা দিবসের দিন দেশের বিভিন্ন স্থানে মোদীবিরোধী প্রতিবাদ কর্মসূচিতে হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও অবিলম্বে ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে ছাত্র ইউনিয়ন।

বিজ্ঞাপন

নেতারা এই নিহতের ঘটনায় গভীর শোক ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে একই দিন ঢাকায় বায়তুল মোকাররম মসজিদ এলাকায় মোদিবিরোধী বিক্ষোভ দমনে পুলিশ ও সরকারি দলের পেটোয়া বাহিনীর হামলারও তীব্র নিন্দা জানান তারা।

নেতারা আশংকা জানিয়ে বলেন, ‘বাংলাদেশে সংঘটিত যেকোনো সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাকে কাজে লাগিয়ে ভারতের হিন্দুত্ববাদী মোদি সরকার সেদেশে মুসলিমবিদ্বেষ উস্কে দিতে পারে। যা দুই দেশের সাধারণ মানুষের জন্যই অমঙ্গল। এ ব্যাপারে দেশের প্রগতিকামী সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সরকার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণকে শ্রদ্ধা জানানো থেকে বঞ্চিত করেছে এবং রাজধানী শহরে যান চলাচল সীমিত করে উৎসবের বদলে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে বলে মনে করে ছাত্র ইউনিয়ন। এদিকে ভারতের আনন্দবাজার পত্রিকায় বাংলাদেশের মোদিবিরোধী বিক্ষোভকারীদের ‘পাকিপন্থী’ হিসেবে আখ্যায়িত করারও নিন্দা জানান ছাত্র ইউনিয়নের নেতারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

ছাত্র ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া হাটহাজারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর