Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তিস্তা নিয়ে শেখ হাসিনার প্রশ্নের উত্তর দেননি নরেন্দ্র মোদি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২১ ২১:৫৬

ঢাকা: বহুল আলোচিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নের জবাবে বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনো উত্তর দেননি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই তথ্য জানান।

শনিবার (২৭ মার্চ) ঢাকার একটি অভিজাত হোটেলে প্রেসকনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘নরেন্দ্র মোদির কাছে আমাদের প্রধানমন্ত্রী তিস্তা নিয়ে জানতে চেয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী মোদিকে বলেছেন যে, আমরা বহু বছর আগে তিস্তা বিষয়ে সমাঝোতায় পৌঁছেছি, কিন্তু এখনো বাস্তবায়ন হচ্ছে না। তিস্তার বিষয়ে এই দেশের মানুষের অন্যরকম আকাঙ্ক্ষা রয়েছে। এই বিষয়ে আপনি (নরেন্দ্র মোদীকে শেখ হাসিনা) বিশেষ উদ্যোগ নিন।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী এই বিষয়ে কোনো উত্তর দেননি। নির্দিষ্ট কোনা দিনক্ষণ বলেননি যে, কখন এই বিষয়ে সুরাহা হতে পারে। তবে তারা এই বিষয়ে অঙ্গীকার করেছে। আমরা সেই অঙ্গীকারে আস্থা রাখতে চাই।’

সারাবাংলা/জেআইএল/এমআই

মোমেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর