Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা: আরও ৪ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২১ ২২:৩১

সুনামগঞ্জ: জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ মার্চ) বিকালে আরও ৪ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

তিনি জানান, গত শুক্রবার রাতে দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করেছি। তবে তদন্ত স্বার্থে তাদের নাম ঠিকানা বলা যাবে না।

এ নিয়ে শাল্লার ঘটনায় মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ মার্চ বুধবার নোয়াগাঁও গ্রামের ৮৮টি বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর করে মাওলানা মামুনুল হকের সমর্থকরা। এসময় গ্রামের পাঁচটি মন্দির ভাঙচুর করা হয়। নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস আপন নামের এক তরুণের ফেসবুক আইডি থেকে মাওলানা মামনুল হককে কটাক্ষ করে কথিত স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় এই তাণ্ডব চালানো হয়।

সারাবাংলা/এমও

গ্রেফতার শাল্লা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর