শাল্লায় সহিংসতা: ২৯ আসামি রিমান্ডে
২৮ মার্চ ২০২১ ১১:৪০
সুনামগঞ্জ: শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্য করে চালানো হামলা, লুটপাট ও ভাঙচুরের মামলার প্রধান আসামি ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীন মিয়াসহ ২৯ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
শনিবার (২৭ মার্চ) থেকে পৃথক পৃথকভাবে ১৫ দিনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সেলিম নেওয়াজ বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদালত ১৫ দিনের মধ্যে সকলের রিমান্ড শেষ করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। শনিবার থেকে রিমান্ড কার্যক্রম শুরু করেছে। এদের মধ্যে, স্বাধীন মিয়ার পাঁচ দিনের এবং অন্য ২৮ আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামকান্ত সিনহার আদালতে গ্রেফতার ২৯ জনকে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ।
সারাবাংলা/একেএম