Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে বেসামরিক প্রাণহানির নিন্দায় ১২ সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২১ ১২:৩০

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে বেসামরিক নাগরিকদের প্রাণহানির ব্যাপারে নিন্দা জানিয়েছেন ১২ দেশের সামরিক বাহিনীর প্রধান। ওই তালিকায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, গ্রিস, ইতালি, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের সেনাপ্রধানরা রয়েছেন। খবর এএফপি।

শনিবার (২৭ মার্চ) মিয়ানমারের জান্তা বাহিনী দেশজুড়ে শতাধিক মানুষকে হত্যা করার পরেই ১২ দেশের সেনাপ্রধানের বিরল এই যুক্ত বিবৃতিটি সংবাদ মাধ্যমে আসে।

এর আগে, সশস্ত্র বাহিনী দিবসের দিন বড় ধরনের সামরিক সক্ষমতা প্রদর্শনীর মধ্যেই প্রাণঘাতী সহিংসতার ঘটনা ঘটে।

এএফপি জানিয়েছে ওই বিবৃতিতে বলা হয়, জনসেবায় নিয়োজিত একটি পেশাদার বাহিনী তাদের কর্মকাণ্ডে আন্তর্জাতিক মান অনুসরণ করবে এবং সুরক্ষার জন্য দায়বদ্ধ থাকবে, জনগণের ক্ষতিসাধন তাদের উদ্দেশ্য হতে পারে না।

তারা মিয়ানমার সশস্ত্র বাহিনীকে সহিংসতা বন্ধ এবং নিজেদের হারানো সম্মান এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে মিয়ানমারের জনতার সঙ্গে কাজ করার আহ্বান জানান বিবৃতিতে।

সারাবাংলা/একেএম

১২ সেনাপ্রধান বেসামরিক প্রাণহানি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর