Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তাজনিত কারণে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২১ ১৩:৫৪ | আপডেট: ২৮ মার্চ ২০২১ ১৩:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: হেফাজতে ইসলামের ডাকা হরতালের সকালে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট রুটে রেলযোগাযোগ বন্ধ রয়েছে। বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে ট্রেন বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, রোববার (২৮ মার্চ) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার তালশহর এলাকায় পৌঁছালে হরতাল সমর্থনে ইট-পাটকেল ছোড়া হয়।

এর আগে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে গতকাল শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ হরতাল। শুক্রবার এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী এই ঘোষণা দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এএম

টপ নিউজ হরতাল হেফাজতে ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর