করোনা: মহারাষ্ট্রে রাত্রিকালীন কারফিউ
আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২১ ১৫:৪০
২৮ মার্চ ২০২১ ১৫:৪০
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে রেকর্ডসংখ্যক মানুষ করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় কেবলমাত্র রাজধানী মুম্বাইয়েই আক্রান্ত ছয় হাজার ১২৩ জন। যা ২০২০ সালের মার্চের পর ২৪ ঘণ্টায় সর্বোচ্চ। করোনা সংক্রমণ মোকাবিলায় রোববার (২৮ মার্চ) থেকে রাজ্যে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। খবর রয়টার্স।
এ ব্যাপারে মুম্বাইয়ের মেয়র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মুম্বাইয়ের বসতিগুলোর তুলনায় হাইরাইজ অ্যাপার্টমেন্টগুলোতে করোনা সংক্রমণের হার বেশি। সে কারণে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে কারফিউ আরোপ করা ছাড়া কোনো উপায় ছিল না।
এদিকে, ভারতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৭১৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এবং করোনায় মৃত্যু হয়েছে ৩১২ জনের জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
সারাবাংলা/একেএম