Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে ‘রিট্রিট সিরিমনি’: স্বজনের সৌহার্দ্যে জাগে ভালো লাগা

উজ্জল জিসান, সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২১ ২৩:৩২

বেনাপোল (যশোর) থেকে: দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন প্যারেডের জন্য। দর্শক সারিতে নারী পুরুষের ভিড়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ও ভারতের বেনাপোল-পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ ‘রিট্রিট সিরিমনি’ অনুষ্ঠান উপভোগ করতে এসেছেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাগদার গৃহবধূ মনজিস্টা সিকদার। স্বামী ও সন্তানকে নিয়ে উপভোগ করতে এসে জানালেন, ‘ভালোই লাগছে। আমার পূর্বপুরুষরা বাংলাদেশে থাকেন। বাংলাদেশ থেকে আসা আত্মীয়-স্বজনদের দেখে খুবই ভাল লাগছে।’

বিজ্ঞাপন

একইরকম অনুভূতি জানালেন বনগাঁও থেকে আসা পিয়ালী সরকার, অঞ্জলি রায়, সঞ্চিতা চক্রবর্তী, নমিতা রায়সহ অর্ধশত ভারতবাসী।

বনগাঁও থেকে এই অনুষ্ঠান দেখতে এসে কলেজ পড়ুয়া বিথী রাণী জানান, অভিন্ন ভাষা, সংস্কৃতির কারণে বাংলাদেশকে ভালো লাগে। সুযোগ পেলে বাংলা মুভিও দেখেন। বাংলাদেশে ছিলো তার পূর্বপুরুষরা। তাই বিজিবি-বিএসএফের ‘রিট্রিট সিরিমনি’ উপভোগ করতে এসেছেন এই তরুণী। সঙ্গে এসেছেন মা ও বড় বোন।

পিয়ালী সরকার বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা দিবসে এখানে এসে খুব ভালো লাগছে। বাংলাদেশ খুব সুন্দর দেশ। আজকের দিনে বাংলাদেশের সমৃদ্ধি কামনা করছি।’

অন্যদিকে বাংলাদেশের বেনাপোল পুটখালী থেকে আসা সঞ্চিতা রাণী বলেন, ‘আজকের এই রিট্রিট সিরিমনিতে এসে ভালো লাগছে। মনোমুগ্ধকর এক অনুষ্ঠান উপভোগ করলাম। এখানে দুই বাংলার মানুষের মধ্যে খানিকটা মিলনমেলায় পরিণত হয়। একে অপরকে মিষ্টি বিতরণ, ফুল বিতরণসহ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়। ওপারে অনেক আত্মীয়-স্বজন থাকে। তারাও আসে এখানে। কথা বলি মন খুলে। একটা বেড়া বড় বাধা হয়ে দাড়ায়। এসব না থাকলে আরও বেশি ভালো হতো।’

শুক্রবার (২৬ মার্চ) বিকেল সোয়া ৫টায় বাংলাদেশ-ভারত সীমান্তের বেনাপোল-পেট্রাপোল, আখাউড়া-আগরতলা ও বাংলাবান্ধা-ফুলবাড়ী আন্তর্জাতিক চেকপোস্টে (আইসিপি) উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ কর্তৃক জমকালো যৌথ ‘রিট্রিট সিরিমনি’ প্যারেড অনুষ্ঠিত হয়।

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিজিবি-বিএসএফ যৌথ ‘রিট্রিট সিরিমনি’ অনুষ্ঠানে দুই দেশের সীমান্তরক্ষীরা প্যারেডের মাধ্যমে উভয় দেশের পতাকা নামান। যৌথ প্যারেড ছিল আকর্ষণীয়। প্যারেড দেখার জন্য দুই দেশের সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বেনাপোল-পেট্রাপোলে অনুষ্ঠিত রিট্রিট সিরিমনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সোহরাব হোসেন ভূঁইয়া, বিএসএফের ১৫৮ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অরুন কুমার, ১৭৯ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুনীল কুমারসহ বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ভারতের অর্ধশতাধিক নাগরিক উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/এমও

রিট্রিট সিরিমনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর