গাজী কমিউনিকেশনস এর সঙ্গে রাজশাহী কৃষি ব্যাংকের চুক্তি
২৯ মার্চ ২০২১ ১৪:১২
ঢাকা: অনলাইন ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে পরিচালনার স্বার্থে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে গাজী কমিউনিকেশনস। চুক্তি স্বাক্ষরকারী আরেকটি প্রতিষ্ঠান হলো এক্সপ্রেস সিস্টেম লিমিটেড।
ডাটা সংরক্ষণ, Disaster Recovery, Business Continuity Plan (BCP), ডাটা শেয়ারিং, ই-সেবা প্রদান ও সাইবার সিকিউরিটি নিশ্চিতকরণের, বাংলাদেশের সর্ববৃহৎ এবং এশিয়ার মধ্যে সপ্তম ‘ফোর টায়ার ডাটা সেন্টার- এ Near Data Center (NDC) স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটাবেজ, ব্যাকআপ সিস্টেমস এবং নেটওয়ার্ক ডিভাইসেস ও সিকিউরিটি সিস্টেমস প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করবে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব, প্রধান কার্যালয়ের মহাব্যস্থাপক (প্রশাসন) মো. জয়নাল আবেদীন, আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আবুল কালাম, ঋণ ও অগ্রিম বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (বিভাগীয় দায়িত্বে) শওকত শহীদুল ইসলাম, কেন্দ্রীয় হিসাব বিভাগ-১ এর সহকারী মহাব্যবস্থাপক (বিভাগীয় দায়িত্বে) মো. মজনুর রহমান, আইসিটি বিভাগের সিনিয়র সিস্টেম এনালিস্ট মোহাম্মদ হুমায়ুন কবির ও সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. নাজবুল হক।
এ ছাড়া গাজী কমিউনিকেশনস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বদরুল আলম খান, পরিচালক, গাজী গ্রুপ; হাফেজ মোহাম্মদ ইউসুফ, চীফ টেকনোলজী অফিসার; মো. রফিকুল ইসলাম, ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন); মো. রিয়াজ মাহমুদ মেহেদী, ম্যানেজার এবং এহতেসাম দীন মোহাম্মদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ চুক্তি সম্পাদনের মাধ্যমে ‘ফোর টায়ার ডাটা সেন্টার’ এর সকল সুবিধাসহ ব্যাংকের অনলাইন কার্যক্রম পরিচালনা, ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং, এটিএম, ই-ওয়ালেট ও মোবাইল অ্যাপভিত্তিক বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবার ক্ষেত্রে সাইবার সিকিউরিটি পুর্ণাঙ্গরূপে নিশ্চিত করা সম্ভব হবে। এতে সরকারী বিশেষায়িত ব্যাংক হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী ও রংপুর বিভাগের প্রান্তিক কৃষক, ভূমিহীন বর্গাচাষিদের ঋণ বিতরণ, হত-দরিদ্র, অস্বচ্ছল প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা ও মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন সরকারি কর্মসূচি বাস্তবায়নে আধুনিক ব্যাংকিং সেবাসমূহ দ্রুততার সঙ্গে ও নিরবচ্ছিন্নভাবে দিতে পারবে।
সারাবাংলা/একে