Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইয়ের মাধ্যমে ইতিবাচক রাজনৈতিক চিন্তা ছড়িয়ে দিচ্ছে যুবলীগ

সুশোভন সরকার অর্ক
২৯ মার্চ ২০২১ ১৫:৪১

মহামারি করোনাভাইরাসের আতঙ্ক এবং উৎকণ্ঠা পেরিয়ে ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ প্রতিপাদ্য নিয়ে চলছে বইমেলা। প্রতিবারের মতো এবারও বিভিন্ন রাজনৈতিক, ঐতিহাসিক বই নিয়ে স্টল সাজিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির চিন্তা, চেতনার পাশাপাশি মুজিব শতবর্ষের প্রাক্কালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক চিন্তাধারাকে তুলে ধরা হয়েছে এমন বই দিয়ে সাজানো হয়েছে স্টল।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক বই, রাজনৈতিক এবং ঐতিহাসিক বইয়ের মাধ্যমে ইতিবাচক রাজনৈতিক চিন্তা ছড়িয়ে দেওয়াই যুবলীগের উদ্দেশ্য বলে জানান যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ।

বিপ্লব মুস্তাফিজ সারাবাংলাকে বলেন, ‘এবার আমাদের স্টলের বুকসেলফটি প্রবাহমান উন্নয়নের মতো ঢেউ আকারে সাজিয়েছি। সেখানে চমৎকারভাবে বইগুলো রাখা হয়েছে। বঙ্গবন্ধুর রাজনৈতিক ঘনিষ্ঠ সহচর শেখ ফজলুল হক মনির লেখা বইগুলো আছে, তাকে নিয়ে লেখা বইগুলোও এখানে আছে। আমাদের এখানে বঙ্গবন্ধুর বই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বই, রাজনৈতিক এবং ঐতিহাসিক অন্যান্য বই রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা যারা বইমেলাতে এবার স্টল ম্যানেজ করছি তারা সবাই বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নেতা ও সদস্য। নেতাকর্মীরা ভাগ ভাগ করে এই কাজটি করছি। আমরা বইমেলা উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের আসার আহ্বান জানিয়েছি। তারা এসে বইগুলো নিয়ে স্থানীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দেবেন বা বিভিন্ন লাইব্রেরিতে দেবেন এমন একটা প্রচেষ্টা আমাদের আছে। যদিও করোনার মধ্যে যাতায়াতের একটা ব্যাপার আছে। এরপরও সারাদেশ থেকে অনেকে এসেছে। যুবলীগে একটি মেধাবী কর্মীবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে বই পড়ার বিকল্প নেই।’

সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে এবং নির্দেশনায় কাজ করা হচ্ছে জানিয়ে যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আরও বলেন, ‘বইমেলা শুধুমাত্র মিলনমেলা না। বইমেলা হচ্ছে বিভিন্ন বইয়ের মাধ্যমে মননশীল চিন্তা ভাবনার প্রকাশের জায়গা। করোনার মধ্যেও নেতাকর্মীদের আন্তরিকতার মধ্য দিয়ে আমরা বইমেলার স্টল চালিয়ে যাচ্ছি। সবাই খুব হাসিখুশিভাবে ইতিবাচকভাবে কাজ করছেন।’

তিনি বলেন, ‘এই বছরটি আমাদের কাছে একটি মাহেন্দ্রক্ষণ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা পালন করছি। এবার বইমেলা না হলে আমাদেরও খুব বড় একটা আক্ষেপ থেকে যেত। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে খুবই খেয়াল রাখছি।’ প্রতিকূল অবস্থা পেরিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সবার কাছে বইয়ের মাধ্যমে একটি রাজনৈতিক চিন্তা, ধারণা পৌঁছে দিতে পারছে সেটাই  ভালো লাগা বলেও উল্লেখ করেন তিনি।

সারাবাংলা/এসএসএ/এমও

বইমেলা ২০২১ যুবলীগ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর