প্রশাসন ভবনে রাবি কর্মচারীদের তালা
২৯ মার্চ ২০২১ ১৭:৩৮
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন ভবনে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের সহায়ক, সাধারণ ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির সদস্যরা। ৫ শতাংশ হারে ঋণ দেওয়ার দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।
সোমবার (২৯ মার্চ) সকাল আট থেকে প্রশাসন ভবনের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করছেন। অবস্থানরত কর্মচারীদের দাবি করপোরেট ঋণে সুদের হার নয় শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা ও হিসাব বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আনসারীকে অন্যত্র বদলির দাবি জানান তারা।
এ সময় সহায়ক কর্মচারী সমিতির সভাপতি সাব্বির হোসেন বলেন, করপোরেট ঋণ সুদের হার নয় শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছেন। উপাচার্য তাদেরকে মৌখিক আশ্বাস দিলেও বাস্তবে তা কার্যকর করার কোনো উদ্যোগ গ্রহণ করেননি।
তিনি আরও বলেন, উপাচার্য সর্বশেষ সাত দিনের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু, আমরা সাত দিনের মধ্যে কোনো প্রতিফলন দেখিনি। তাই আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।
ট্রেড ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম ভুট্টো বলেছেন, তিন দিনের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য সাধারণ কর্মচারীরা কর্মবিরতি পালন করবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবির বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা না নিবে, ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন তালাবদ্ধ করে রাখব এবং বিশ্ববিদ্যালয়ের কোনো সিনেট মিটিং হতে দেব না।
এদিকে সাধারণ কর্মচারী ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বলেন, এ বিষয় নিয়ে উপাচার্য বারবার শুধু আমাদেরকে আশ্বাসের বাণী শুনিয়েছেন। এতোদিনেও বাস্তবতার কোনো প্রতিফলন আমরা দেখিনি। এমনকি কর্মচারীরা লোনের বিষয় কথা বলতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকতা আনসারী তাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেছেন, কর্মচারীরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছেন। তাদের সব সমস্যা একবারে সমাধান করা সম্ভব নয়। তারপরও আমরা কথা বলে সমাধানের চেষ্টা করছি।
সারাবাংলা/এনএস