Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা বিএনপির বৃহত্তর পরিকল্পনার অংশ’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২১ ১৯:০৩

ফাইল ছবি

ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেবের বক্তব্য প্রমাণ করে, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা তাদের বৃহত্তর পরিকল্পনার অংশ। সোমবার (২৯ মার্চ) সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন রোববার হরতাল শেষ হয়ে যাওয়ার পর নারায়ণগঞ্জে ৯টি বাস-ট্রাকে আগুন দেওয়া হয়েছে। রাস্তার ওপর দেয়াল তুলে দেওয়া হয়েছে। এগুলোর পক্ষ নিয়েছে বিএনপি এবং তাদের তথাকথিত কয়েকজন বুদ্ধিজীবী, যাদের বুদ্ধিজীবী বলতে আমার লজ্জা হচ্ছে, তারাও বিবৃতি দিয়েছে।’

‘এর আগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে জনগণের ও সরকারি সম্পত্তির ওপর হামলা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের ওপর হামলারই সামিল, যেটিতে সমর্থন দিয়েছে বিএনপি-জামাত। একইসঙ্গে সুর মিলিয়ে আজ যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে, তারা সরকার পতনের আন্দোলন ডাক দেবেন, তখন এই সমস্ত নৈরাজ্যগুলো তাদের পরামর্শে ও পৃষ্ঠপোষকতায় হয়েছে, এটিই প্রমাণিত হয়’, বলেন সম্প্রচার মন্ত্রী।

২০১৩, ১৪, ১৫ সালে নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি-জামায়াতই ২০১৩ সালের ৫ ও ৬ মে এবং এখন হেফাজতের ব্যানারে যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদেরও পৃষ্ঠপোষকতা দিচ্ছে’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘এগুলো নরেন্দ্র মোদির আগমণের কারণে করা হয়নি বরং সরকারবিরোধী, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার জন্যই এগুলো করা হয়েছে।’

আমরা ২০১৩, ১৪, ১৫ সালে এর চেয়েও বেশি নৈরাজ্য মোকাবিলা করে দেশে শান্তি, স্থিতিস্থাপন করেছি, আমরা এবারও এ ধরণের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করতে বদ্ধপরিকর, প্রত্যয় জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার আজকে অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী, আত্মপ্রত্যয়ী এবং মির্জা ফখরুল যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন কখনও বাস্তবায়ন হবে না।’

সারাবাংলা/জেআর/এমও

তথ্য ও সম্প্রচার মন্ত্রী নৈরাজ্য মোকাবিলা বিএনপি মির্জা ফখরুল


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সালমান শাহ্‌কে হারানোর ২৮ বছর
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৪

সম্পর্কিত খবর