Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দখল হওয়া জলাশয় উদ্ধারে ৮ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২১ ১৯:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সারাদেশে দখল হয়ে যাওয়া ছোট নদ-নদী, খাল ও জলাশয় উদ্ধারে আগামী ৮ এপ্রিল থেকে অভিযান শুরু হবে। সে লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে দেশের সব জেলা প্রশাসন ও পানি উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নানা নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ মার্চ) এক ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। তিনি বলেন, ‘সারাদেশে উচ্ছেদ কার্যক্রমে আমাদের সাফল্য উল্লেখযোগ্য। উচ্ছেদকৃত জায়গায় খনন কাজ বা বৃক্ষরোপণ অবিলম্বে শুরু করা হবে। হত দরিদ্র ও নদীভাঙন কবলিত ভূমিহীনদের বিকল্প স্থানে পুনর্বাসন করা হবে। নদী ব্যবস্থাপনায় পুনরুদ্ধারকৃত জমি ক্ষেত্রভেদে সরকারের আশ্রয়ন প্রকল্পের জন্য দেওয়া যাবে।’

বিজ্ঞাপন

এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ওয়াহেদ উদ্দীন চৌধুরী, ‘৬৪ জেলার ছোট নদী-খাল পুনঃখনন’ প্রকল্প পরিচালক মো. আসাফুদ্দৌলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলো।

প্রসঙ্গত, প্রাথমিকভাবে সারাদেশে ৪৫ হাজার অবৈধ স্থাপনার তালিকা নিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে উচ্ছেদ অভিযানে ৫৩ শতাংশ অগ্রগতি লাভ করেছে পানিসম্পদ মন্ত্রণালয়।

সারাবাংলা/জেআর/এমও

উচ্ছেদ অভিযান জলাশয় পানিসম্পদ মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর