Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদের রক্ত বৃথা যেতে পারে না: ইসলামাবাদী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২১ ২১:৩২

চট্টগ্রাম ব্যুরো: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদ করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাতে হতাহতদের জন্য দোয়া মাহফিল কর্মসূচি পালন করেছে হেফাজতে ইসলাম। এতে হেফাজত নেতারা অভিযোগ করেন, সরকার কওমি মাদরাসা বন্ধের ষড়যন্ত্র করছে।

সোমবার (২৯ মার্চ) বিকেলে হেফাজতের চট্টগ্রাম মহানগর শাখা নগরীর তালিমুল কুরআন মাদরাসা মিলনায়তনে এ কর্মসূচি পালন করে।

এতে সভাপতির বক্তব্যে হেফাজতের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি তাজুল ইসলাম বলেন, ‘পুলিশের যেসব কর্মকর্তারা নিরীহ মানুষের বুকে গুলি করেছে, হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সরকার কওমি মাদরাসা বন্ধের ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র এদেশের ধর্মপ্রাণ তৌহিদি জনতা মেনে নেবে না।’

হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘দেশব্যাপী শান্তিপূর্ণ হরতালে নিরীহ আলেম-ওলামা, মাদরাসার ছাত্র ও তৌহিদি জনতার ওপর পুলিশ গুলি চালিয়ে চরম বর্বরতার পরিচয় দিয়েছে। শহিদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। শহিদদের রক্তের বিনিময়ে এদেশে একদিন ইসলামের পতাকা উড়বেই।’

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন হেফাজত নেতা ফজলুল করীম জিহাদী, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ ইউনুস, সায়েমউল্লাহ, মাওলানা আবু তাহের ওসমানী, জয়নুল আবেদীন কুতুবী, জাকারিয়া মাদানী, নুরুন্নবী, আনোয়ার হোসাইন রব্বানী, ইকবাল খলিল, এনামুল হক, হোসাইন আহমদ, আবুল কাশেম, আশরাফ বিন ইয়াকুব, হাবিবুল্লাহ, নিজামউদ্দিন আল হোসাইনী, মো. জোনায়েদ, রবিউল ইসলাম, মুশতাক আহমদ মাদানী ও শিবলী নোমানী।

সারাবাংলা/আরডি/এমআই

ইসলামাবাদী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর