Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণপরিবহনে ৫০ শতাংশ যাত্রী নিতে ৬০ ভাগ ভাড়া বাড়ানোর প্রস্তাব

সৈকত ভৌমিক, সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২১ ২২:৪১

সামাজিক দূরত্ব ২

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক (৫০ শতাংশ) যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এমন নির্দেশনার বিষয়ে ইতোমধ্যেই পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)। বৈঠকে ৫০ শতাংশ যাত্রী বহনের ক্ষেত্রে পরিবহন মালিকরা ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আর পরিবহন মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ভাড়া বাড়ানোর প্রস্তাবনা পাঠিয়েছে বিআরটিএ।

বিজ্ঞাপন

সোমবার (২৯ মার্চ) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। সারাবাংলাকে তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে করোনা নিয়ন্ত্রণে ১৮ দফা নির্দেশনার বিষয়ে আমরা জেনেছি। পরবর্তী সময়ে এ বিষয়ে আমরা বিআরটিএ’র সঙ্গে যোগাযোগ করে কথা বলেছি। বিআরটিএ’র প্রধান কার্যালয়ে ভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত একটি বৈঠকে আমরা বলেছি, শারীরিক দুরত্ব নিশ্চিতে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে গতবছর যেভাবে গণপরিবহন চালানো হয়েছে, সেভাবেই যেন সিদ্ধান্ত দেওয়া হয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ভাড়া বাড়ানোর বিষয়ে আমাদের প্রস্তাবনা বিআরটিএ কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। তারা এখন সেটি সচিবালয়ে পাঠাবেন। সেখান থেকে আমাদের কাছে নির্দেশনা আকারে জানানো হবে। এর পরে আমরা সেই নির্দেশনা বাস্তবায়ন করব। তবে তার আগে ভাড়া বাড়ানো হবে না। কারণ মন্ত্রণালয় থেকে নির্দেশনা না পাওয়া পর্যন্ত গণপরিবহনে ৫০ শতাংশ যাত্রী পরিবহন শুরু নাও হতে পারে।’

সরকারের পক্ষ থেকে নির্দেশনায় জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় গণপরিবহন চলাচল শিথিল বা প্রয়োজনে বন্ধ রাখতে হবে। এমন অবস্থায় কী ভাবছেন পরিবহন মালিকরা। জানতে চাইলে এনায়েত উল্যাহ সারাবাংলাকে বলেন, ‘এ বিষয়ে আমাদের যখন নির্দেশনা জানানো হবে তখন ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে সরকার ভর্তুকি দিয়ে চালাতে চাইলেও আমাদের কোনো আপত্তি নেই।’

জানতে চাইলে বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার সারাবাংলাকে বলেন, ‘সরকারের নির্দেশনার বিষয়ে পরিবহন মালিকদের সঙ্গে কথা হয়েছে। তারা একটি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে তারা জানিয়েছে, ২০২০ সালের মে মাসে যেভাবে ভাড়ার প্রস্তাব করা হয়েছিল, সেভাবেই বিদ্যমান ভাড়ার ৬০ শতাংশ বাড়ানো হলে তারা ৫০ ভাগ যাত্রী বহন করবে। এই প্রস্তাবটি সভায় আলোচনা হয়েছে এবং পরবর্তী সময়ে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।’

তিনি বলেন, ‘প্রস্তাবনার বিষয়ে আমরা মন্ত্রণালয়কে অবহিত করব। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সেখানে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সবাইকে এ বিষয়ে অবহিত করা হবে। আশা করছি খুব দ্রুতই এই সিদ্ধান্ত জানানো হবে।’

করোনা সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকায় গণপরিবহন চলাচল বা শিথিল বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত জানানোর পরে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

তবে এ বিষয়ে সোমবার (২৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘সংক্রমণ পরিস্থিতি অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন।’

উল্লেখ্য, দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বাড়তে শুরু হলে ২০২০ সালের ৩১ মে থেকে গণপরিবহনে অর্ধেক আসন খালি রাখতে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তখন বাস মালিকদের দাবি অনুযায়ী ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছিল সরকার।

সারাবাংলা/এসবি/পিটিএম

৫০ শতাংশ ৬০ ভাগ করোনা গণপরিবহন প্রস্তাব ভাড়া বাড়ানো

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর