Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাম্প্রতিক সহিংস ঘটনায় প্রাণহানির দায় সরকারকেই নিতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২১ ২৩:৩৫

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দেশের সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের সময় পুলিশের গুলিতে যে হতাহতের ঘটনা ঘটেছে- তার দায়িত্ব সরকারকেই নিতে হবে। সোমবার (২৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে জিএম কাদের বলেন, ‘সরকারের সঙ্গে যদি কোনো মহলের মতবিরোধ সৃষ্টি হয়- তার মীমাংসা রক্তাক্ত পথে হতে পারে না। সরকারের নীতি, কর্মকাণ্ড এবং আচরণের বিরুদ্ধে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে- সাম্প্রতিক আন্দোলনে তারই বহিঃপ্রকাশ। এই কয়েকদিনের বিক্ষোভে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটে গেছে। এটা অনভিপ্রেত, অনাঙ্ক্ষিত এবং নিন্দনীয়।’

বিজ্ঞাপন

তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘অনতিবিলম্বে চলমান বিরোধ ও সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটাতে হবে। এই ক‘দিনের ঘটনায় যারা হতাহত হয়েছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। সরকারকে অবশ্যই মনে রাখতে হবে, দমন-পীড়নে সংকট আরও ঘণীভূত হয়।’ এক্ষেত্রে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

জাপা জিএম কাদের

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর