Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভ্যাকসিন করোনা মোকাবিলার অন্যতম হাতিয়ার’

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২১ ০০:০১

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন একটি অন্যতম হাতিয়ার বলে আমরা মনে করি। বয়স বিবেচনায় ৪০ বছর ও তার উপরে যাদের আমরা ভ্যাকসিন নেওয়ার জন্য অনুমতি দিয়েছি এবং অগ্রাধিকার তালিকায় যারা আছেন, তারা যেন যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন করেন। সেইসঙ্গে এসএমএস পাওয়া পর ভ্যাকসিন কেন্দ্রে গিয়ে যেন সেটি গ্রহণ করেন। তবে ভ্যাকসিন নেওয়ার পরও স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে পালন করতে হবে।

বিজ্ঞাপন

সোমবার (২৯ মার্চ) অনলাইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘ভ্যাকসিন সবাইকে নিতে হবে। তবে স্বাস্থ্যবিধিও সবাইকে মানতে হবে। কারণ ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর ইমিউনিটি সেভাবে তৈরি হয় না। দ্বিতীয় ডোজ নেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে। এ কারণে ভ্যাকসিন নেওয়ার পরও স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলতে হবে। এখন পর্যন্ত কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান বলেনি যে, তাদের ভ্যাকসিন শতভাগ সুরক্ষা দেয়। কাজেই নিরাপদ রাখার জন্য ভ্যাকসিন নেওয়ার পরও শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর কোনো ব্যত্যয় করা যাবে না।’

ভ্যাকসিন সনদ বিষয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেছেন, ‘আমরা বারবারই বলেছি দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পরে সবাই সনদ পাবেন। এখন যেভাবে ভ্যাকসিন কার্ড নামানো হচ্ছে সেভাবেই সনদ পাওয়া যাবে। দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার আগে কিন্তু কেউ সনদ পাবেন না।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

করোনা ভ্যাকসিন হাতিয়ার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর