Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যবিধি না মানায় ২২ ব্যক্তি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সারাবাংলা ডেস্ক
৩০ মার্চ ২০২১ ১৮:৪২

আগের ২৪ ঘণ্টার মতো গত ২৪ ঘণ্টাতেও সারাদেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে ৫ হাজারের বেশি। আগের দিন ৫ হাজার ১৪১ জনের মধ্যে এই সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৫ হাজার ৪২। একই সময়ে করোনা সংক্রমণ নিয়ে মৃত্যুও হয়েছে আগের দিনের মতোই ৪৫ জনের।

সোমবার (২৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি আরটি-পিসিআর, জিন-এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে মোট ২২৪টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৩৫০টি নমুনা সংগ্রহ করা হয়। এই সময়ে নমুনা পরীক্ষা হয়েছে ২৬ হাজার ৬২০টি।

গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে, এর মধ্যে ৫ হাজার ৪২ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জনের মধ্যে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ৯৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা সংগ্রহের বিপরীতে শনাক্তের সংখ্যা ১৩ দশমিক ০৫ শতাংশ।

এদিকে, সবশেষ গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬২ জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হলেন ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন। সংক্রমণ শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৮৯ দশমিক ১৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৪৫ জনসহ করোনা সংক্রমণ নিয়ে দেশে মোট ৮ হাজার ৯৪৯ জনের মৃত্যু হয়েছে। এই ৪৫ জনের মধ্যে ২৮ জন পুরুষ, ১৮ জন নারী। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মৃত ৪৫ জনের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ২৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী আট জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী সাত জন। এছাড়া ২১ থেকে ৩০ ও ৩১ থেকে ৪০ বছর বয়সী দুই জন করে মারা গেছেন এই সময়ে। অনূর্ধ্ব ১০ বয়সী একটি শিশুরও মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বিভাগওয়ারি মৃতদের তথ্য বলছে, ৪৫ জনের মধ্যে ৩৭ জনই ঢাকা বিভাগের। এছাড়া তিন জন রয়েছেন চট্টগ্রাম বিভাগের, দুই জন করে রয়েছেন রাজশাহী ও খুলনা বিভাগের, একজন মারা গেছেন সিলেট বিভাগে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আজ মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৬৭ লাখ ৫৭ হাজার ৮৬৯ জন। অন্যদিকে সোমবার (২৯ মার্চ) পর্যন্ত দেশে ভ্যাকসিন নিয়েছেন ৫৩ লাখ ১৯ হাজার ৬৭৯ জন।

সারাবাংলা/টিআর

জরিমানা আদায় ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি উপেক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর