Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খোলপেটুয়ার বেড়িবাঁধ ভেঙে ৩ গ্রাম প্লাবিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২১ ০৯:২৫

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর দয়ারঘাট এলাকায় চারটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত হয়েছে। এতে অর্ধশতাধিক মৎস্য ঘের ও শতাধিক বাড়ি প্লাবিত হয়।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরের প্রবল জোয়ারের তোড়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ভেঙে উপজেলার জেলেখালি, দয়ারঘাট ও উপজেলা সদরের দক্ষিণ এলাকা প্লাবিত হয়।

আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা মিলন জানান, খোলপেটুয়া নদীর দয়ারঘাট এলাকার বেড়িবাঁধটি দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় ছিল। দুপুরে প্রবল জোয়ারের তোড়ে তা ভেঙে যায়। শতাধিক বাড়ি এবং অর্ধশতাধিক মৎস্য ঘের প্লাবিত হয়েছে।

তিনি জানান, বিকালে ভাটা শুরু হলে স্থানীয়দের নিয়ে স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ বাঁধার কাজ শুরু করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য ইতোমধ্যে ১ কোটি ৩৮ লাখ টাকার কাজের টেন্ডার হয়েছে। অচিরেই কাজ শুরু হবে।

সারাবাংলা/এএম

টপ নিউজ বেড়িবাঁধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর